টিভিসি
ঋতু টিভিসি: সচেতনতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে
একটি সুস্থ-সবল ও উন্নত জাতি গঠনে ও ছাত্র ছাত্রীদের অধিকার প্রতিষ্ঠায় আমদের সম্মানিত শিক্ষক সম্প্রদায়ের ভূমিকা অপরিসীম। এই বিজ্ঞাপনে সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ঋতু টিভিসি: সচেতনতা শুরু হোক পরিবার থেকেই
মেয়েদের প্রাকৃতিক ও স্বাভাবিক বিষয় মাসিক নিয়ে জনসচেতনতায় কাজ করা 'ঋতু' প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় দুই তারকা, নুসরাত ইমরোজ তিশা ও চঞ্চল চৌধুরী। এরই অংশ হিসেবে সম্প্রতি 'ঋতু'র একটি বিজ্ঞাপনে কাজ করেছেন জনপ্রিয় এই জুটি। বিজ্ঞাপনটির প্রচারের মূল উদ্দেশ্য হলো, মাসিক একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া এবং এ বিষয়ে অযথা সংকোচ বা কুসংস্কারের বিপরীতে যথাযথ সচেতনতা ও সঠিক স্বাস্থ্যব্যবস্থাপনা খুব জরুরি- এই বিষয়টি সবার কাছে তুলে ধরা।
1/1